গেইলকে ফেরালেন মেহেদি

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২১, ০৪:৩৫  | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২১, ০৪:৩৫

মোস্তাফিজের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে মেহেদি হাসানের আঘাত। এভিন লুইসের পর সাজঘরে ক্যারিবীয় তারকা ওপেনার ক্রিস গেইল। ৪.২ ওভারে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান মোস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টারের বলে মুশফিকুর রহিমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ক্যারিবীয় তারকা ওপেনার এভিন লুইস।

দলীয় পঞ্চম আর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে বোল্ড করেন মেহেদি হাসান। ৪.২ ওভারে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৪ রান করার সুযোগ পান গেইল।

শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

উইন্ডিজের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ দল। চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন নুরুল হাসান সোহান। স্পিনার নাসুমকেও একাদশের বাইরে রাখা হয়েছে।

বাংলাদেশ: নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত