কেরানীগঞ্জে গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও রিনাত ফৌজিয়া
ইস্পাহানী ইমরান কেরানীগঞ্জ: তীব্র শীতের প্রকোপে যখন উপজেলার অসহায়, দরিদ্র মানুষগুলো শীতে কাঁপছে, তখন তাদের পাশে দাঁড়ালেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা এবং বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থানে ঘুরে ঘুরে প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলাবাসী। বিশেষ করে ছিন্নমূল, অসহায় এবং দরিদ্র মানুষদের শীত নিবারণের কোনো উপায় নেই। এমন অবস্থায় গভীর রাতে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হন ইউএনও রিনাত ফৌজিয়া।
শীতবস্ত্র পেয়ে আবেগে আপ্লুত হন অসহায় মানুষরা। অনেকে শীত থেকে সাময়িক মুক্তি পাওয়ার আনন্দে ইউএনওকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “গত কয়েকদিন ধরে উপজেলায় তীব্র শীত পড়েছে। দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাদের কষ্ট লাঘবে রাতের অন্ধকারে প্রকৃত অসহায় মানুষদের খুঁজে বের করে শীতবস্ত্র দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপজেলার শীতার্ত মানুষদের প্রতি ইউএনওর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে। মানবতার এ দৃষ্টান্ত নিঃসন্দেহে আরও অনেককে অনুপ্রাণিত করবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত