ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ
ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট শিকার করে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ। দুই বিগ ওপেনারকে হারিয়ে ধীর গতিতে এগোচ্ছে ক্যারিবীয়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ : ৪৪/৩ (৯ ওভার)। আজ শুক্রবার বিকেল ৪টায় শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
ক্যারিবীয়দের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। টসে হেরে ব্যাট করতে এসে শুরুতে হোঁচট খায় তারা। তৃতীয় ওভারে ওপেনার এভিন লুইসকে সাজঘরে ফেরান মুস্তাফিজুর রহমান। এই পেসারের স্লোয়ার বুঝতে না পেরে বড় শট খেলতে গিয়ে স্কোয়ার লেগে মুশফিকের তালুবন্দি হন তিনি। খানিক পরই আরেক ওপেনার ক্রিস গেইলকে সাজঘরে ফেরান শেখ মেহেদী।
বাংলাদেশের একাদশ :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
এভিন লুইস, রস্টন চেজ, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, জেসন হোল্ডার ও রবি রামপল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত