আসগরের বিদায়ী ম্যাচে আফগানিস্তানের সংগ্রহ ১৬০
সাবেক আধিনায়ক আসগর আফগান ক্রিকেটকে বিদায় জানিয়েই নামিবিয়ার বিপক্ষে মাঠে নামেন। ক্রিকেট থেকে তার এমন বিদায়ী ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি আফগানিস্তান। রবিবার (৩১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। ৬.৪ ওভারে ৫৩ রানের জুটি গড়েন হযরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। ৬০ রানের ব্যবধানে ফেরেন জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, মোহাম্মদ শেহজাদ, নজিবুল্লাহ জাদরান।
১৮.৬ ওভারে দলীয় ১৪৮ রানে ফেরেন সাবেক অধিনায়ক আসগর আফগান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের আগে শেষ ম্যচে ২৩ বলে তিন চার আর এক ছক্কায় ৩১ রান করে আসগর যখন সাজঘরে ফিরছিলেন তখন দুই দলের ক্রিকেটাররা তাকে ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দেন।
১৭ বলে ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৪২ রান করেন মোহাম্মদ নবি। দলের হয়ে ৩৩ বলে তিনটি চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার শেহজাদ। ২৭ বলে ৩৩ রান করেন জাজাই।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ২০ ওভারে ১৬০/৫ ( মোহাম্মদ শেহজাদ ৪৫, হযরতউল্লাহ জাজাই ৩৩, মোহাম্দ নবী ৩২*, আসগর আফগান ৩১)।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত