নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২১, ০৭:৫৭  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২১, ০৭:৫৭

মোহাম্মদ শামিকে নিয়েই ব্যাটিংয়ে ভারত। তারকা ব্যাটসম্যান সুরাইয়া কুমার যাদবের পরিবর্তে দলে ফিরেছেন ইশান কিশান। পেসার ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ফিরেছেন শার্দুল ঠাকুর। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ভারত।

পরাজয়ে বিশ্বকাপ শুরু করা বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি আজ নিজেদের প্রথম জয়ের খোঁজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে।

অতীতে বিশ্বকাপের মতো বড় আসরে ১২বার দেখা হয় ভারত-পাকিস্তানের। অতীতের সেই সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পায় ভারত।

কিন্তু চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে ১৫১ রানে আটকে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

ভারত: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, ইশান কিশান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরাহ।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত