উইন্ডিজকে ১৯০ রানের চ্যালেঞ্জ দিল শ্রীলংকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হয়েছে ২০১২ সালের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। তিনে নামা চারিথ আসালাঙ্কা ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন। ওপেনার পাথুম নিশাঙ্কা করেছেন ৪১ বলে ৫১ রান। কুশল পেরেরা ২১ বলে ২৯ ও অধিনায়ক দাসুন শানাকা ১৪ বলে অপরাজিত ২৫ রান করেছেন।
ক্যারিবীয়দের পক্ষে আন্দ্রে রাসেল দুটি উইকেট পেয়েছেন। এছাড়া ডোয়াইন ব্রাভো নিয়েছেন এক উইকেট। সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের আজ জয়ের কোনো বিকল্প নেই।অন্যদিকে, শ্রীলঙ্কার কাছে ম্যাচটি একেবারেই নিয়মরক্ষার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত