৭৪ রানে ৪ উইকেট নেই ক্যারিবীয়দের
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফিল্ডিংয়ে নেমে ক্যারিবীয়দের দলীয় ৩৫ রানের মাথায় ৩ উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের প্রথম উইকেটের পতন ঘটে ৩০ রানের মাথায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১০ ওভার শেষে ৪ উইকেটে ৭৪ রান।
সেমিফাইনালে ওঠতে গেলে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে অস্ট্রেলিয়ার।
ইতোমধ্যে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ক্যারিবিয়ান ক্রিকেটাররা। তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য ম্যাচটি তেমন গুরুত্ব বহন না করলেও, অস্ট্রেলিয়ার জন্য প্রেক্ষাপট ভিন্ন। কোনো উটকো ঝামেলায় না পড়ে সেমিফাইনালে যেতে চাইলে, ম্যাচটি তাদের জিততেই হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত