অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য ছুড়ে দিলো উইন্ডিজ

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২১, ০৫:৫৭  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২১, ০৫:৫৭

হারানোর কিছুই নেই ওয়েস্ট ইন্ডিজের। তবে বুক ফুলিয়ে তারা বাড়ি ফিরতে পারে শেষ ম্যাচ জিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা বলার মতোই করেছিল উইন্ডিজ। কিন্তু পরে ব্যাটিংয়ে ভুগতে শুরু করেছিল তারা। তবে কিয়েরন পোলার্ডের ছোটখাটো ঝড় ও শেষ দুই বলে আন্দ্রে রাসেলের টানা ছক্কায় চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটে ১৫৭ রান করেছে তারা।

একপ্রান্ত থেকে ওপেনার এভিন লুইস টানা তিনটি চার মারলেন। অন্য প্রান্তে ক্রিস গেইল দুটি বড় ছক্কা। তাতে ২.১ ওভারে স্কোর ৩০। দ্বিতীয় ওভারেই এসেছিল ২০ রান। ব্যস, হঠাৎ ছন্দপতন।

গেইল দ্বিতীয় ছক্কা মারার পরের বলে প্যাট কামিন্সের কাছে বোল্ড। ৯ বলে ১৫ রান তার। নিকোলাস পুরান গেলেন ক্রিজে। তিনিও নিজের দ্বিতীয় বলে মারলেন ৪। পরের ওভারে জোড়া আঘাত জশ হ্যাজেলউডের, যাতে পুরান (৪) ও রোস্টন চেজ (০) তিন বলের মধ্যে বিদায় নিলেন।

টস হেরে আবু ধাবিতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরুর পর এক ধাক্কায় ৮ বলের মধ্যে ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের। যদিও মারকুটে শুরুর প্রভাব পড়েছে পাওয়ার প্লেতে, প্রথম ৬ ওভারে ৩ উইকেটে তাদের রান ৫০।

১০ ওভার শেষ হতেই আরো একটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডাম জাম্পা তার দ্বিতীয় ওভারে লুইসকে স্টিভ স্মিথের ক্যাচ বানান। ২৬ বলে ৫ চারে সাজানো ছিল ক্যারিবিয়ান ওপেনারের ২৯ রানের ইনিংস। ১০ ওভার পর তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৪ রান।

১৩তম ওভারে হ্যাজেলউড তার তৃতীয় উইকেট তুলে নেন শিমরন হেটমায়ারকে ফিরিয়ে। ২৮ বলে ২ চারে ২৭ রান করে ম্যাথু ওয়েডকে ক্যাচ দেন হেটমায়ার। নতুন ব্যাটসম্যান হিসেবে ২২ গজে নামেন ডোয়াইন ব্রাভো। চার ওভারের বেশিক্ষণ ক্রিজে থাকলেও বিদায়ী ইনিংস বড় করতে পারেননি। ১৮তম ওভারে হ্যাজেলউডের চতুর্থ শিকার হন ব্রাভো ১২ বলে ১০ রান করে, একটি ছয় ছিল তার।

অধিনায়ক কিয়েরন পোলার্ড শেষ ওভারে আউট হন দারুণ ইনিংস খেলে, ৩১ বলে চারটি চার ও ১ ছয়ে ৪৪ রান করেন। শেষ দুই বলে টানা ছক্কা হাঁকান রাসেল। ৭ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে জেসন হোল্ডার ১ রানে টিকে ছিলেন।

হ্যাজেলউড অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৩৯ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত