চাপ কাটিয়ে সেমিফাইনালের পথে অস্ট্রেলিয়া
লক্ষ্য ১৫৮ রানের। টি-টোয়েন্টিতে একদম মামুলি লক্ষ্য বলার উপায় নেই। তবে অস্ট্রেলিয়ার মাথায় বোধ হয় শুধু রানরেটের হিসেব-নিকেশই চলছিল। তাড়াহুড়ো করে ম্যাচ শেষ করলেন অসি ব্যাটাররা, ওয়েস্ট ইন্ডিজকে একদমই পাত্তা দিলেন না। আবুধাবিতে আজ (শনিবার) ক্যারিবীয়দের ৮ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। ২২ বল হাতে রেখে পাওয়া জয়ে রানরেটটাও বেশ বাড়িয়ে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।
দিনের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে রানরেটে অসিদের পেছনে ফেলতে পারে, তবেই কেবল সেমিফাইনালে উঠতে পারবে। কেননা তখন দুই দলের পয়েন্ট হবে সমান। এখন পর্যন্ত রানরেটে এগিয়ে অস্ট্রেলিয়াই।
ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সুবিধা করতে পারেননি। ৯ রান করে আকিল হোসেনের বলে বোল্ড হন অসি দলপতি।
তবে এরপর আর পাত্তা পায়নি ক্যারিবীয়রা। দ্বিতীয় উইকেটে ৭৫ বলে ১২৪ রানের জুটিতে ম্যাচটা বের করে নিয়ে আসেন মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নার।
জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে ক্রিস গেইলকে তুলে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ হন মার্শ। ৩২ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ডানহাতি এই ব্যাটার করেন ৫৩ রান। ৫৬ বলে ৯ চার আর ৪ ছক্কায় ৮৯ রান করে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন ওয়ার্নার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত