টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩৯তম ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
আজকের ম্যাচে ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড হেরে গেলেও কোনো সমস্যা নেই। কারণ ৪ ম্যাচে ইতোমধ্যে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে বসে আছে ইংলিশরা।
তবে দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে আজ বড় ব্যবধানে হারাতে পারে তাহলে অস্ট্রেলিয়ার মতো প্রোটিয়া দলেরও পাঁচ ম্যাচে পয়েন্ট সমান ৮ হবে। তখন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে যারা রান রেটে এগিয়ে থাকবে তারা সেমিফাইনালে চলে যাবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত