কিউইদের বিপক্ষে টস জিতে আফগানদের ব্যাটিং

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২১, ০৪:১৯  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২১, ০৪:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, টস জিতলে তিনিও ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। কারণ, ব্যবহৃত উইকেটটি ব্যাট করার জন্য আদর্শ হবে বলেই মনে হচ্ছে তার।

অন্যদিকে আফগানিস্তান দলের একাদশে আজ ফিরছেন অফস্পিনার মুজিব উর রাহমান। তাকে জায়গা দিতে একাদশ থেকে বেরিয়ে গেছেন মিডিয়াম পেসার শারাফউদ্দিন।

আজকের এই ম্যাচের দিকে গ্রুপ ২ এর আরও একটি দল ও তার সমর্থকেরা নজর রাখবে। এবং প্রায় ১৪০ কোটি মানুষের সমর্থনের দেশটি হচ্ছে ভারত। প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালে যাওয়ার জন্য তারা এই ম্যাচে আফগানদের জয় কামনা করছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত