কোহলি-শাস্ত্রী যুগের অবসান ঘটছে আজ

| আপডেট :  ০৮ নভেম্বর ২০২১, ০১:০১  | প্রকাশিত :  ০৮ নভেম্বর ২০২১, ০১:০১

বিশ্বকাপে টিকে থাকার যতটুকু আশা মিটমিট করে জ্বলছিল, তা শেষ হয়ে গিয়েছে গতকাল। আফগানিস্তানকে হারিয়ে ভারতের কপাল পুড়েছে নিউজিল্যান্ড। তাই আজকের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। দূর্বল প্রতিপক্ষ নামিবিয়ার বিপক্ষে বিরাট কোহলিদের ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়।

তবে এই নিয়মরক্ষার ম্যাচই নানা কারণে আলোচনায়। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ইতি টানবেন কোহলি। এই ম্যাচেই সমাপ্ত হতে যাচ্ছে ভারতের রবি শাস্ত্রী অধ্যায়। ২০১২ সালের পর এবারই প্রথম বার আইসিসির কোন ইভেন্টের শেষ চারে পৌঁছাতে ব্যর্থ টিম ইন্ডিয়া।

প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করা ভারত পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল। তবে তা যথেষ্ট ছিলো না। অন্যদিকে নামিবিয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ৪টি ম্যাচে খেলেছে। যার মধ্যে ট্র্যাম্পেলম্যানদের জয় মাত্র একটি ম্যাচে। লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে দলটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কোনও দিন ভারত-নামিবিয়ার সাক্ষাৎ হয়নি। তবে ২০০৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল সৌরভ গাঙ্গুলীর ভারত। ১৮ চার দিয়ে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস সাজিয়েছিলেন শচীন।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নামিবিয়া। ঈগলসদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অধিনায়ক হিসেবে শেষ বার মাঠে দেখা যাবে দেশটির ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটারকে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত