যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৩০ বছরে সর্বোচ্চ

| আপডেট :  ১১ নভেম্বর ২০২১, ১২:০৫  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২১, ১২:০৫

করোনা মহামারির দীর্ঘ প্রভাবের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নতুন রেকর্ড গড়লো যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার এক বিবৃতিতে মার্কিন শ্রম বিভাগ এ তথ্য জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কনজ্যুমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) এক সমীক্ষা অনুসারে, যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে গত বছর একই সময়ের তুলনায় ভোগ্যপণ্যের দাম বেড়েছে রেকর্ড ৬ দশমিক ২ শতাংশ। এই হার ১৯৯০ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

জানা যায়, এক মাসের ব্যবধানেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ। একইভাবে, অক্টোবরে দেশটিতে বিদ্যুতের দাম বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত গাড়ির দামও দ্রুতগতিতে বাড়ছে। এক মাসের ব্যবধানে অক্টোবরে এর মূল্যবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫ শতাংশ এবং বছরে বেড়েছে ২৬ দশমিক ৪ শতাংশ। নতুন গাড়ির ক্ষেত্রে এর পরিমাণ যথাক্রমে ১ দশমিক ৪ শতাংশ ও ৯ দশমিক ৮ শতাংশ।

খাদ্যপণ্যের দামেও এই প্রভাব পড়েছে। মাংস, মুরগি, মাছ ও ডিমের সমন্বিতভাবে দাম বেড়েছে মাসে ১ দশমিক ৭ ও বছরে ১১ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে ওঠার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে দল দুটি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত