মুসলিম ৩ দেশের যাত্রীদের বেলারুশগামী প্লেনে তুরস্কের নিষেধাজ্ঞা
শরণার্থী ইস্যুতে টালমাটাল ইউরোপের দেশ বেলারুশের পরিস্থিতি।এমন পরিস্থিতিতে সিরিয়া, ইয়েমেন ও ইরাকের নাগরিকদের বেলারুশের রাজধানী মিনস্কগামী প্লেনের টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।
শুক্রবার তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসএইচজিএম) এ সিদ্ধান্ত নেয়। খবর আরব নিউজের।
শরণার্থী সংকট নিয়ে বেলারুশ ও ইউরোপীয় ইউনিয়নের উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত নিল মধ্যপ্রাচ্যের দেশটি।
তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক টুইটে জানায়, বেলারুশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সীমান্তে শরণার্থীদের অবৈধ ক্রসিং সংক্রান্ত সমস্যার কারণে আমাদের দেশ থেকে মিনস্ক ভ্রমণে ইচ্ছুক ইরাক, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের প্লেনের টিকিট বিক্রি করা হবে না এবং তাদের প্লেনে উঠতে দেওয়া হবে না।
ইউরোপীয় ইউনিয়ন বলছে, বিশ্বের যুদ্ধকবলিত বিভিন্ন দেশে থেকে পালিয়ে বেলারুশে আশ্রয় নেওয়া শরণার্থীদের মিনস্ক সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপের অন্য দেশে ঢোকার জন্য উৎসাহ দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এ শরণার্থী সংকটে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে তুরস্ক এবং তুরস্কের পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্সের বিরুদ্ধে।
এ অভিযোগ অস্বীকার করার পর তুরস্ক তিনটি মুসলিম দেশের নাগরিকদের জন্য বেলারুশগামী প্লেনের টিকিট বিক্রি বন্ধ করলো।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত