বাইডেন-শি জিনপিং ভার্চুয়াল বৈঠক সোমবার

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২১, ০৫:০৬  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২১, ০৫:০৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ভার্চুয়াল বৈঠক হবে। তাদের বৈঠক আগামী সোমবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী সোমবার এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার বিবৃতিতে তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কীভাবে সামলানো যায়, তা নিয়ে আলোচনা করবেন দুই রাষ্ট্রপ্রধান। এছাড়াও যেসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে, তা নিয়ে একসঙ্গে কাজ করার উপায় নিয়েও আলোচনা করা হবে।

ভার্চুয়ালে প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ও অগ্রাধিকার তুলে ধরবেন চীনের কাছে। মার্কিন উদ্বেগের বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। তবে আসন্ন বৈঠকে নিয়ে বেইজিংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত