বাংলাদেশের মাটিতে পা রেখেই বিনয়ী হয়ে যা বললো পাক ক্রিকেটাররা

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২১, ১২:৪৫  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২১, ১২:৪৫

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন এসেছে। চারদিন এগিয়ে শনিবার বাংলাদেশে আসে তারা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ক্রিকেটারদের সরাসরি টিম হোটেলে নেওয়া হয়। সেখানে ক্রিকেটারদের জন্য আগে থেকেই জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

হোটেলেই সবার করোনা পরীক্ষা হবে। সবাই নেগেটিভ আসলে আগামীকাল ১৪ নভেম্বর রবিবার থেকে অনুশীলন শুরু করবেন পাকিস্তানি ক্রিকেটাররা। অনুশীলন চলবে মঙ্গলবার পর্যন্ত।

বৃহস্পতিবার ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করার কথা রয়েছে পাকিস্তান দলের। যদিও ম্যাচগুলো শুরু হবে দুপুরে। এখন পর্যন্ত তাদের অনুশীলনের ব্যাপারে কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি।

১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।

বাংলাদেশের মাটিতে পা রেখে পাকিস্তানের ক্রিকেটাররা বলেন, আমরা আমাদের পূর্ন শক্তি নিয়ে বাংলাদেশের সাথে খেলতে এসেছি। বরাবরের মতই বাংলাদেশের সংবর্ধনা আমাদেরকে মুগ্ধ করেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত