আজকের অনুশীলন বাতিল করলো পাকিস্তান

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২১, ১২:৫৪  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২১, ১২:৫৪

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল৷ আজ সকালে ঢাকায় পা রেচখেছে সফরকারীরা। ঢাকায় পৌঁছানোর পর আগামীকাল (রবিবার) থেকে অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করেছে পাকিস্তান দল৷আজ সকাল ৮ টায় বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে গেছেন হোটেল সোনারগাঁ-তে৷ সূচি অনুযায়ী ১৪ই নভেম্বর থেকে অনুশীলনে নেমে যাওয়ার কথা ছিল শাহীন শাহ আফ্রিদিদের৷ তবে, শেষ মুহুর্তে সেটি বাতিল করেছে সফরকারীরা৷ আরো একদিন বাড়তি বিশ্রামের সুযোগ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের৷

ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে দম ফেলার সুযোগ পায়নি পাকিস্তান ক্রিকেট দল৷ দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তারা উড়ে এসেছে বাংলাদেশে৷ আর তাই ক্রিকেটারদের বাড়তি বিশ্রামের সুযোগ করে দিতে অনুশীলনের সময়সূচিতে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট৷ রবিবারের বদলে সোমবার অনুশীলনে নামবেন তারা৷

পরিবর্তিত সূ্চি অনুযায়ী, আগামী ১৫ই নভেম্বর প্রথমবারের মত মাঠে নামবেন শাহীন শাহ আফ্রিদিরা৷ মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সেই অনুশীলন সেশন শুরু হবে সকাল সাড়ে দশটায়৷ প্রথমদিন টানা তিন ঘন্টা অনুশীলন করবেন তারা৷ তারপর ১৬,১৭ ও ১৮ই নভেম্বরেও অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা৷ প্রতিটা অনুশীলন সেশনই ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে৷

সফরকারী পাকিস্তান দল ঢাকায় পা রাখলেও দলের সাথে আসেননি দলের অধিনায়ক বাবর আজম৷ শোয়েব মালিকের সাথে আগামী ১৬ই নভেম্বর ঢাকায় আসবেন তিনি । ১৯ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তান দলের বাংলাদেশ সফর৷

পাকিস্তান দলের পরিবর্তিত অনুশীলন সময়সূচি –

১৫ই নভেম্বর – সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা – বিসিবি এনসিএ

১৬ই নভেম্বর – সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা – বিসিবি এনসিএ

১৭ই নভেম্বর – দুপুর ১ঃ৪৫ থেকে থেকে ৪ঃ৪৫ – বিসিবি এনসিএ

১৮ই নভেম্বর – বিকাল চারটা থেকে সন্ধ্যা ৭টা – বিসিবি এনসিএ/ এসবিএনসিএস

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত