বিশ্বে করোনায় কমেছে মৃত্যু

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২১, ১২:৩৪  | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২১, ১২:৩৪

বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে সোমবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪০৪ জন, যা আগের দিনের চেয়ে প্রায় দেড় হাজার কম। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ১৪ হাজার ৯৪৯ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪০ হাজার ৯১৪ জন। আগের দিনের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৮৫ হাজার কম। সব মিলিয়ে বিশ্বে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৪০ লাখ ৯ হাজার ৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২১৯ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৮২৩ জন।

সব মিলিয়ে দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯০ লাখ ৭০ হাজার ৬৭৪ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৩৮৬ জনের।

এদিকে নতুন সংক্রমণ ও প্রাণহানি কমেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৫১ জন। আর মারা গেছেন ১১০ জন।

দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৭৯ লাখ ১১ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৮৩ হাজার ৫৪৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১২৯ জন।

দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৯৬৭ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৩১৮ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। যদিও মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। আর মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৫৩০ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত