রোহিঙ্গাদের ফিরে যাওয়া বিষয়ে চাপ দিয়ে যাচ্ছে ইইউ

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২১, ০১:৫৭  | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২১, ০১:৫৭

‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন চাপ সৃষ্টি করে যাচ্ছে। তারা নিরাপদে ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাবে- এটাই আশা করে ইউ।’ আজ সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

চার্লস হোয়াইটলি আরো বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে ইইউ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।’ তিনি বলেন, ‘মিয়ানমার নিষেধাজ্ঞা দিলেও সেখানে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে ইইউ। মিয়ানমারে আমরা যদি কাজ না করি তবে অন্য কেউ এসে সে জায়গা দখল করবে।’

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘সরকারের সঙ্গে এনিয়ে ইইউ খোলামেলা কথা বলে যাচ্ছে।’

বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে চার্লস হোয়াইটলি বলেন, ‘আমি ১২ বছর আগে বাংলাদেশে এসেছিলাম। তখন থেকে এখন বর্তমানে অবকাঠামো দিক থেকে বাংলাদেশ অনেক উন্নতি করেছে।’ তিনি বলেন, ‘মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে বাংলাদেশ সরকার ও এদেশের সুশীল সমাজের সঙ্গে ইইউ সম্পর্ক রেখে চলেছে। আন্তর্জাতিকভাবে মানবাধিকার নিয়ে যেসব প্রতিবেদন হয় সেগুলোকে আমরা স্বাগত জানাই।’

আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কোনো ইভেন্ট নয়। এটি একটি প্রসেস। জাতীয় নির্বাচন হতে এখনও দুই বছর বাকি। বাংলাদেশ ভোট দেওয়ার চর্চা অব্যাহত রাখবে। ইইউ বাংলাদেশের ভোট ও নির্বাচনের ওপর পর্যবেক্ষণ করে যাচ্ছে।’

সাম্প্রতিক সাম্প্রদায়িক আক্রমণ নিয়ে এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘ইইউ এ বিষয়ে দৃষ্টি রেখে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এ ঘটনার (সাম্প্রদায়িক আক্রমণ) পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে বলেছেন, সংখ্যালঘু জনগণকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে।’

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি পান্থ রহমান এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিনও বক্তব্য দেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত