যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমাদের হাতে সর্বাধুনিক নৌপ্রযুক্তি আছে, যা দিয়ে শত্রু যে কোনো আগ্রাসন রুখে দেওয়া সম্ভব।
তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী কাউকে দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দেবে না। খবর ইরনার।
ইরানের উত্তরে কাস্পিয়ান সাগরে আইআরজিসির মেরিন ইউনিট পরিদর্শনের সময় রোববার এসব কথা বলেছেন জেনারেল হোসেইন সালামি।
এ সময় তার সঙ্গে ছিলেন আইআরজিসির নৌ শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাঙসিরি।
জেনারেল সালামি বলেন, ইরানের জনগণ এবং তার সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে বাইরের শত্রুর সব ধরনের আগ্রাসন ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর সব অবকাঠামো ছিল অন্যদের নিয়ন্ত্রণে। ফলে ইরানের সামরিক শক্তি অন্যদের করুণার ওপর নির্ভর করত।
কিন্তু ইসলামি বিপ্লবের পর আমরা উচ্চমাত্রার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তি অর্জন করতে পেরেছি, যা শত্রু হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। বর্তমানে সমুদ্রে আমরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি এবং সমুদ্রের গন্তব্যসীমা অনেক বেড়েছে।
মেজর জেনারেল হোসেইন সালামি তার বক্তৃতায় আরও বলেন, কোনো দেশ ইরানি জাতির ভাগ্য নির্ধারণ করতে পারে না। যদি কেউ তা করার চেষ্টা করে, তা হলে তাদের সঙ্গে আমাদের তীব্র সঙ্ঘাত হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত