বেলারুশ-পোল্যান্ড সীমান্তে ব্যাপক সংঘর্ষ
ফের উত্তাল হয়ে উঠেছে বেলারুশ-পোল্যান্ড সীমান্ত। দেশ দু’টির সীমান্ত এলাকায় আটকে থাকা শরণার্থীদের সাথে পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
পোল্যান্ডের ন্যাশনাল ডিফেন্স মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্তের বেলারুশ অংশে আটকে থাকা শরণার্থীরা কুজনিকা বর্ডার পার হওয়ার চেষ্টা করার সময় পোলিশ নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এর জবাবে পোলিশ নিরাপত্তারক্ষীরা শরণার্থীদের বিরুদ্ধে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘শরণার্থীরা বারবার পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে, এসময় তারা পোলিশ সেনা এবং নিরাপত্তারক্ষীদের ওপর পাথর ছুঁড়ে মারছে। এতে আমাদের নিরাপত্তারক্ষিরাও তাদের প্রতিহত করতে টিয়ার গ্রাস ব্যবহার করে।’
তবে এ ঘটনায় কতজন শরণার্থী আহত হয়েছেন তা নিশ্চিত করে জানা না গেলেও এতে এক পুলিশ স;দস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বেলারুশ সীমান্তে মানবিক সহায়তাদানকারী এক এনজিওকর্মী বলছে, এই সংকটের শুরু থেকেই যতাযথ আইনের মাধ্যমেই এমন সমস্যার সমাধান সম্ভব ছিল। কিন্তু এভাবে পোলিশ নিরাপত্তারক্ষীদের ক্ষমতার ব্যবহার একদম বেআইনি এবং অমানবিকও।
এদিকে, ইরাক থেকে যাওয়া শরণার্থীদের বেআইনিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া নিয়ে পোল্যান্ড সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ রয়েছে বেলারুশের বিরুদ্ধে। শরণার্থীদের সহযোগিতারও অভিযোগ রয়েছে দেশটির বাহিনীর বিরুদ্ধে। শরণার্থী ইস্যুতে গত সপ্তাহের প্রথম থেকে পোলিশ-বেলারুশ সীমান্ত উত্তাল হয়ে ওঠে।
ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করতে শরণার্থীদেরকে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও বেলারুশের বিরুদ্ধে অভিযোগ আছে। তবে বেলারুশ এমন অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত