বিএনপির যুগ্ম মহাসচিব আলাল অসুস্থ

| আপডেট :  ১৭ নভেম্বর ২০২১, ০২:২৪  | প্রকাশিত :  ১৭ নভেম্বর ২০২১, ০২:২৪

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্থ। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার। আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার জানান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। গত সোমবার পরীক্ষা করার পর তার কিডনিতে টিউমার ধরা পড়েছে। তিনি বলেন, চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের পরামর্শে মঙ্গলবার তার বায়োপসি করা হয়েছে। এ রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যুবদলের সাবেক সভাপতি আলাল তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত