জিয়া স্মৃতি জাদুঘর থেকে যা সরাতে চান তথ্য প্রতিমন্ত্রী

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২১, ০৭:২১  | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২১, ০৭:২১

চট্রগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর থেকে অবিলম্বে আমাদের মহান স্বাধীনতার ঘোষণা প্রদানে ব্যবহৃত ঐতিহাসিক ট্রান্সমিটার চট্রগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রে স্থানান্তর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান চট্রগ্রাম সার্কিট হাউজে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), জেলা তথ্য অফিস এবং বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১-এর ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন যা এ ট্রান্সমিটারের মাধ্যমে সর্বপ্রথম প্রচারিত হয়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান। স্বাধীনতা পরবর্তী সময়ে ঐতিহাসিক এ ট্রান্সমিটার চট্রগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জিয়া স্মৃতি জাদুঘরে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত