আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া, কামরুল ও লিটন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী মহানগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দলের সভাপতিমণ্ডলীর সদস্যের তিনটি শূন্যপদে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের।
শুত্রক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে তিনটি পদ এতদিন শূন্য ছিল। সভাপতিমণ্ডলীর তিন সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে এই তিনটি পদ শূন্য হয়। করোনাকালে এই তিন নেতার মৃত্যু ঘটে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত