আফগানিস্তানে আটকে পড়া সব বাংলাদেশি দেশে ফিরেছেন

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২১, ০৭:০৬  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২১, ০৭:০৬

সশস্ত্র তালেবান গোষ্ঠীর কাবুল দখলের পর আফগানিস্তানে অবস্থান করা সব বাংলাদেশি দেশে ফিরেছেন। সবশেষ ইরান হয়ে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন ছয়জন। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দের বাংলাদেশ দূতাবাস ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, আফগানিস্তানের জালালাবাদে তাবলিগ মারকাজের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশি বুধবার (২৪ নভেম্বর) ইরান হয়ে নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ পর্যন্ত ৩২ বাংলাদেশিকে আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে।

সবশেষ দেশে ফেরা ছয় বাংলাদেশি হলেন, মো. সেরাজুল ইসলাম, সাঈদ মোহাম্মদ সোহেল, কাজী সারোয়ার সাকলায়েন, মো. আবদুর রশিদ মিয়া, মো. আলফাজুল হক ও মো. মসিউর রহমান।

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আফগানিস্তানে আটকে পড়া সব বাংলাদেশি দেশে ফিরেছেন। সব মিলিয়ে ৩২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সবশেষ, আফগানিস্তানের জালালাবাদের মাক্কি মসজিদে অবস্থান করা ছয় বাংলাদেশিকে ইরান হয়ে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের আগস্টের মাঝামাঝি তালেবান বাহিনীর আফগানিস্তান দখল করে। সেই থেকে এ পর্যন্ত সময়ের মধ্যে সবাইকে ফেরানো সম্ভব হয়েছে। তবে এ নিয়ে বেশ বেগ পেতে হয়েছে।

কয়েক দফায় বিভিন্ন দেশ হয়ে এসব বাংলাদেশিকে দেশে ফেরাতে হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাসখন্দের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত