সামরিক চৌকিতে হামলা, দুই পাকিস্তানি সেনা নিহত
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত এলাকায় একটি সামরিক চৌকিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে গোলাগুলিতে দুই সেনা নিহত হয়েছেন বলে খবর মিলেছে।
তুর্কি সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড রোববার দুপুরে এ খবর দিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, শনিবার (২৭ নভেম্বর) গভীর রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্তা খেল এলাকার একটি পোস্টে হামলা চালায় জঙ্গিরা।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এলাকাটি একসময় জঙ্গি অধ্যুষিত ছিল বলে জানিয়েছে সামরিক বাহিনী। জঙ্গি হামলার পর তীব্র গোলাগুলির কারণে দুই সেনা নিহত হন।
সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
কয়েক বছর ধরে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল ছিল উত্তর ওয়াজিরিস্তান। পরবর্তীতে সামরিক বাহিনীর ব্যাপক অভিযানে এলাকাটি থেকে জঙ্গিদের আধিপত্য লোপ পায়।
সে অভিযানের সময় জঙ্গিদের অনেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে যায়। আবার অনেকে সীমান্তের কাছাকাছি অন্যান্য পার্বত্য এলাকায় পালিয়ে যায়। তবু তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।
প্রসঙ্গত, আফগানিস্তানের তালেবান সরকারের সহায়তায় পাকিস্তানি তালেবান নামে পরিচিত জঙ্গিদের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত