মাথায় বলের আঘাত, ক্রিজ থেকে হাসপাতালে ইয়াসির

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২১, ০১:১৪  | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২১, ০১:১৪

ড্রিংকস ব্রেকের আগে শাহীন শাহ আফ্রিদির বাউন্স হতে যাওয়া বলটাকে ছেড়ে দিতে গিয়ে হেলমেটের পেছনে আঘাত পান ইয়াসির আলী রাব্বি। ফিজিও, সতীর্থরা ছুটে এসে তার অবস্থা পর্যবেক্ষণ করে আবার ফিরে যান ড্রেসিং রুমেই। ব্যাটিং চালিয়ে যান রাব্বি। অভিষক টেস্টে দ্বিতীয় ইনিংসে ফিফটির পথে ছিলেন তিনি।

কিন্তু ড্রিংকস ব্রেকের পর তিনি মাঠ থেকে বেরিয়ে গিয়েছেন। ব্যাট হাতে মাঠে নতুন ব্যাটার মেহেদি হাসান মিরাজ। বিশ্রামে যাওয়ার পূর্বে ইয়াসির ৬ চারে ৭২ বলে করেন ৩৬ রান।

ম্যাচের ৩০তম ওভারের পঞ্চম বলটি শট লেন্থে করেছিলেন শাহিন। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন ইয়াসির। কিন্তু বল প্রত্যাশা মতো এতটা উপরে উঠল না। শেষ মুহূর্তে বলের লাইন থেকে সরে যেতে পারেননি ইয়াসির। বল গিয়ে সোজা আঘাত হানে রাব্বির হেলমেটে, চোখের কোনের কাছে।

ফিজিও এসে রাব্বিকে শশ্রুষা দেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা স্পিনার নৌমান আলির তার পুরো ওভারটাও খেলেন ইয়াসি।

কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন ইয়াসির।

রিটায়ার্ড হার্ট হয়ে অভিষক টেস্টে দ্বিতীয় ইনিংসে আর নামা হবে না ইয়াসিরের।

বিসিবি সূত্রে জানা গেছে, স্ক‍্যানের জন‍্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জায়গায় কনকাশন সাব হিসেবে কিপার-ব‍্যাটসম‍্যান নুরুল হাসান সোহানকে নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত