যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে টর্নেডোর আঘাত, নিহত ৫০

| আপডেট :  ১১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪  | প্রকাশিত :  ১১ ডিসেম্বর ২০২১, ০৬:৪৪

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ৫০ ও আরকানসাসে টর্নেডোর আঘাতে দুইজন নিহত হয়েছে। দেশটির সাত রাজ্যে শুক্ররার রাত থেকে চলছে টর্নেডো। কেনটাকির দক্ষিণপশ্চিমাঞ্চলে টর্নেডোর আঘাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। এছাড়া ইলিনয়ে আমাজনের একটি গুদাম ধসে আটকা পড়েছে ২০ জন। টর্নেডোর কারণে দেশটির কয়েকটির রাজ্যের বেশ কিছু জায়গায় প্রায় আড়াই লাখ মানুষ বিদুৎহীন হয়ে পড়েছে। এসব জায়গার বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ চলছে ।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ভোররাতে এ টর্নেডো আঘাত হানে। টর্নোডোয় কয়েক স্থানে বাড়ির ছাদ ভেঙ্গে পড়ে। একটি রেল যোগাযোগ কোম্পানি জানিয়েছে, কেন্টাকিতে তাদের কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।

মার্কিন গণমাধ্যমটি বলছে, ঝড়ের মৌসুমে না হলেও যতেষ্ট শক্তিশালী ছিল টর্নেডো; সঙ্গে ছিল আচানক ঝড়ও।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, আরকানসাস অঙ্গরাজ্যে একটি নার্সি হোমের ছাদ ধসে টর্নোডোতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

কান্টাকির রাজ্য সরকার বলছে, টর্নেডোর প্রায় ২০০ মাইল দীর্ঘ দৌঁড়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ সংখ্যা বেড়ে ৭০-এ পৌঁছাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যটির গভর্নর এন্ডি বেশিয়ার জানান, দিনের শেষে আরও কঠিন সংবাদ আসছে। তিনি বলেন, ‘কেন্টাকির ইতিহাসে একটি সবচেয়ে মারাত্মক রাতগুলোর একটি।’

তিনি বলেন, ‘(টর্নেডোর) পথে কিছু এলাকা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা মুখে বর্ণনা করার মতো নয়।’

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবার ঝড় পর্যবেক্ষক বিল বান্টিং বলেন, টর্নেডোয় মৌসুরি ও টেনিসি অঙ্গরাজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত