নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সময় সূচি

| আপডেট :  ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:০৯  | প্রকাশিত :  ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:০৯

প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। বুধবার নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২২-এর সূচি ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে বিশ্বকাপের অভিষেকেই বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। নিগার সুলতানাদের প্রথম ম্যাচ ৫ মার্চ। মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। মোট ৩১টি ম্যাচ হবে এই আসরে। ৪ মার্চ শুরু হবে টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল। বিশ্বকাপের আসর বসবে নিউজিল্যান্ডে।

একনজরে নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সূচি:

প্রথম ম্যাচ: ৫ মার্চ, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন।

দ্বিতীয় ম্যাচ: ৭ মার্চ, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন।

তৃতীয় ম্যাচ: ১৪ মার্চ পাকিস্তান বনাম বাংলাদেশ, সেডন পার্ক, হ্যামিল্টন।

চতুর্থ ম্যাচ: ১৮ মার্চ, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ বে ওভাল, টাওরাঙ্গা।

পঞ্চম ম্যাচ: ২২ মার্চ, ভারত বনাম বাংলাদেশ, সেডন পার্ক, হ্যামিল্টন।

ষষ্ঠ ম্যাচ: ২৫ মার্চ, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।

সপ্তম ম্যাচ: ২৭ মার্চ, ইংল্যান্ড বনাম বাংলাদেশ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত