শ্রীলঙ্কাকে ১২ গোল, ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশের প্রয়োজন ছিল এক পয়েন্ট। আর শেষ ম্যাচের প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল শ্রীলঙ্কা। সেই লঙ্কানদের গোলবন্যায় ভাসিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে জায়গা করে নিয়েছে মারিয়া মান্ডার দল। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে বিধ্বস্ত করে স্বাগিতক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পায় ভারত।
প্রতিপক্ষ দুর্বল তাই কোচ ছোটন একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখে। তারপরও ম্যাচে লঙ্কানদের উড়িয়ে বাজিমাত করেন তিনি। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আরও ৮ গোল দেয়। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তবে বাংলাদেশের মহিলা ফুটবলে অনূর্ধ্ব পর্যায়ে এর চেয়ে বড় জয়ের রেকর্ড রয়েছে।
ম্যাচে হ্যাটট্রিক হয়েছে দুইটি। যার একটি আফিদা খাতুনের আরেকটি শাহেদ আক্তার রিপার। জোড়া গোল পেয়েছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।
আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ভারতের কাছে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল নেপালের। বাংলাদেশ যদি শ্রীলংকার কাছে পরাজয়বরণ করত তাহলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশ জয় পাওয়ায় গতবারের রানার্সআপ নেপালের বিদায় ঘণ্টা বাজে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত