বিসিবির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান!

| আপডেট :  ২০ ডিসেম্বর ২০২১, ০৭:১৩  | প্রকাশিত :  ২০ ডিসেম্বর ২০২১, ০৭:১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। জানা যায়, পারিবারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সোমবার আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম খানের এক ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়। তার পোস্টটি ছিল, ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।

এরপরই গুঞ্জন ক্রিকেট পাড়ায়। সবার একটাই জিজ্ঞাসা, তাহলে কি সত্যিই অপারেশন্স প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম।

সাবিনা আকরাম খান জানান, আকরাম সারাটা জীবন ক্রিকেট নিয়েই পড়ে থাকলো। ক্রিকেটকে সময় দিতে গিয়ে পরিবার-সন্তানদেরও সময় দিতে পারছে না। তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া তিনি আরও জানান, আকরাম নিশ্চয়ই মিডিয়ার কাছে এ ব্যাপারে বিস্তারিত জানাবে। পরে অবশ্য সাবিনা আকরামের ফেসবুকে সেই পোস্টটি পাওয়া যায়নি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত