বিশ্বজুড়ে একদিনে রেকর্ড ১৮ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত
গত ২৪ ঘন্টায় ১৮ লাখ ২৯ হাজার মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। তবে সংক্রমণের তুলনায় গত একদিনে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ।
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৮৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৫ হাজার ৯৫৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দুই লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৯৪৭ জনে।
করোনা শনাক্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৩২৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৭৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪৫ হাজার ৭৩৭ জন মারা গেছেন।
সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির হাসপাতালগুলোতে চিকিৎসা সেবাদান কার্যক্রম ভেঙে পড়তে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমন অবস্থায় নিউ ইয়ার উদযাপন সীমিত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে, দ্রুত সংক্রমণ বাড়ছে ভারতে। দেশটির রাজধানী দিল্লিতে সাত মাস পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি রাজ্যেও। মুম্বাইয়ে একদিনে সংক্রমণ বেড়েছে ৪৬ শতাংশ।
অন্যদিকে ,ওমিক্রন সংক্রমণের সর্বোচ্চ পর্যায় পার করে আসায় রাত্রিকালীন কার্ফিউ তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, অধিক সংক্রমণ ক্ষমতা হওয়ার পরও আগের ঢেউগুলোর তুলনায় ওমিক্রনে হাসপাতালে ভর্তির হার কমেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত