বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা

| আপডেট :  ২৪ মে ২০২১, ০৪:৫৮  | প্রকাশিত :  ২৪ মে ২০২১, ০৪:৫৫

করোনা ভাইরাস মহামারির প্রকোপ কমাতে বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকদের বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। যদিও এরইমধ্যে বাংলাদেশ দেশটির ‘লাল তালিকায়’ছিল। সোমবার (২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও এই লাল তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞা বাইরে থাকবে।

তবে এসব দেশ থেকে বাহরাইনের নাগরিক ও বাসিন্দা সেখানে যেতে হলে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে উড়োজাহাজে উঠতে হবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এদিকে বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত