সৌদি হামলায় হিজবুল্লাহর সামরিক বিশেষজ্ঞ নিহত

| আপডেট :  ২৫ মে ২০২১, ০৭:২৮  | প্রকাশিত :  ২৫ মে ২০২১, ০৭:২৮

সৌদি জোটের হামলায় ইয়েমেনের মারিবে হিজবুল্লাহর সামরিক বিশেষজ্ঞ মুস্তফা আল-ঘারাউয়ি নিহত হয়েছেন। মঙ্গলবার আল আরাবিয়াকে এ খবর নিশ্চিত করেছে ইয়েমেনি সেনাবাহিনীর একটি সূত্র।

নিহত মুস্তফা হিজবুল্লাহর সামরিক টিমের সদস্য। তিনি ইরান সমর্থিত হুতিদের সঙ্গে কর্মকাণ্ড চালাচ্ছিলেন। সোমবার এক বিমান হামলায় মুস্তফা নিহত হন বলে জানিয়েছে ওই সূত্রটি।

সূত্রের বরাত দিয়ে বলা হয়, মারিবের পশ্চিমে সেরওয়াহ ফ্রন্টে নিহত হয়েছেন মুস্তফা। গত ২১ এপ্রিল সানা থেকে সেখানে গিয়েছিলেন মুস্তফা।

এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার তারা হুতিদের দুটি ড্রোন ভূপাতিত করেছে। মারিবের একটি জনপ্রিয় মার্কেটকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এতে কয়েকটি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত