এনইউবিটি খুলনাতে প্রিং সেমিস্টার ২০২২ শের এ্যাডমিশন ফেয়ার শুরু

| আপডেট :  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০  | প্রকাশিত :  ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪০

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে প্রিং ২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ৬ ফেব্রুয়ারি, ২০২২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ২০ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

 

 

 

 



 

 

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন, এনইউবিটি খুলনার একাডেমিক এন্ড ত্র্যাডমিনিস্ট্রেটিভ এ্যাডভাইজর প্রফেসর ড.এটি.এম জহির উদ্দীন, রেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ।

ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এস এস সি ও এইচ এস সি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল ,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।
****ফেয়ার চলাকালীন ভর্তি ফির উপর ৬০% সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে।

জোবায়ের মোস্তাফিজ
সিনিয়র জনসংযোগ কর্মকর্তা
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত