27 C
Dhaka
সোমবার, মে ২৯, ২০২৩

জনগণের সঙ্গে জড়িত প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে: প্রধানমন্ত্রী

মহামারি করোনাভাইরাসের জন্য অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি আমরা। এসব প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে। এর মধ্যে যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে জড়িত সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব নির্দেশনা দিয়েছেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার জন্যও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে তাদের জন্য, কৃষি গবেষণা করবে কৃষির জন্য। ফান্ড থাকতে হবে। গবেষণা করতে হবে। গবেষক, বৈজ্ঞানিক- এসব রাখতে হবে।

মঙ্গলবার এনইসি সভায় নতুন অর্থবছরে (২০২১-২০২২) ১ হাজার ৫১৫টি প্রকল্পের জন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে জাতীয় সংসদে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,785FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles