28 C
Dhaka
রবিবার, জুন ১১, ২০২৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বন্দুকধারীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে তিনজন ব্যক্তি হঠাৎ গাড়ি থেকে বের হয়ে জনগণের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। পরে নিজেদের ব্যবহৃত গাড়ি দিয়ে তিন বন্দুকধারীই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের আটক করতে পারেনি। তবে অভিযুক্তদের আটকে চেষ্টা চলছে বলে মায়ামি পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি চলতি সপ্তাহে মায়ামিতে দ্বিতীয় বন্দুকধারীর হামলা। এরআগে গত শুক্রবার বন্দুকধারীর হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭জন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস অঙ্গরাজ্যে নতুন অস্ত্র আইন অনুমোদন দেয়া হয়েছে। সে আইন অনুযায়ী টেক্সাসে যে কোন ব্যক্তি এখন লাইসেন্স ছাড়াই প্রকাশ্যে পিস্তল বহন করতে পারবেন। এমনকি পিস্তল বহন করতে লাগবে না কোন ধরনের প্রশিক্ষণও। তবে এক্ষেত্রেও বয়সের বাধ্যবাধকতা রাখা হয়েছে। শুধু ২১ বছরের বেশি বয়সীরাই পাবেন এ সুবিধা। যদিও আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ব্যবস্থার বিরোধিতা করছে। তাদের দাবি, প্রকাশ্যে অস্ত্র বহনের ফলে টেক্সাসে বিশৃঙ্খলা দেখা দেবে। যা পুলিশ ও জনসাধারণের জন্য হুমকি স্বরুপ। সূত্র: সিএনএন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,803FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles