ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

| আপডেট :  ০২ জানুয়ারি ২০২৩, ০৭:৩৮  | প্রকাশিত :  ০২ জানুয়ারি ২০২৩, ০৭:৩৮

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আবারও ইসলামী আন্দোলনের আমীর নির্বাচিত হয়েছেন। এছাড়া দলটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা-

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, নায়েবে আমীর

মাওলানা আব্দুল আউয়াল, নায়েবে আমীর

মাওলানা আব্দুল হক আজাদ, নায়েবে আমীর

হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখ, মহাসচিব

মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব

মুহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ন মহাসচিব

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ন মহাসচিব

হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ সহকারী মহাসচিব

মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব

কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক

এর আগে সকলে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্মেলন থেকে নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবিও উপস্থাপন করা হয়। এতে দলের আমির তৃণমূলের নেতৃত্বের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি দিয়েছে রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা। কিন্তু আমরা মনে করি, অতীতে যারা রাষ্ট্রব্যবস্থা ধ্বংস করেছে, তাদের দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামত হবে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত