বিপিএল নিয়ে সাকিবের করা মন্তব্যে যা বললেন মাশরাফি

| আপডেট :  ০৫ জানুয়ারি ২০২৩, ১০:১৮  | প্রকাশিত :  ০৫ জানুয়ারি ২০২৩, ১০:১৮

রাত পোহালেই মাঠে গড়াচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে এখনো আলোচনায় বিপিএলের মানদণ্ড নিয়ে করা সাকিবের সেই মন্তব্য। বিসিবির সদিচ্ছার অভাব, পরিকল্পনার ঘাটতি, বাণিজ্যিকভাবে লাভবান না হওয়া বিসিবির সাংগঠনিক ব্যর্থতা বলে মনে করেন সাকিব। সঙ্গে যোগ করেছেন বিপিএলের দায়িত্ব পেলে দুই মাসেই সব ঠিক করে দেবেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবের মন্তব্য প্রতিক্রিয়া জানিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘সাকিব কোন প্রেক্ষাপটে ওমন মন্তব্য করেছেন, তা আগে জানা দরকার। আমাদের সেটা জানা নেই। তবে সাকিব যদি বিসিবির সীমাবদ্ধতা জানতেন, তাহলে হয়তো এমন মন্তব্য করতেন না।’

একই প্রসঙ্গ বৃহস্পতিবার বিকেলে মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘পরিবেশ দেখলে আপনার তাই মনে হবে। কারণ, এক মাঠে ৬-৭ দল অনুশীলন করছে। রংপুর যেমন তাদের নিজ দায়িত্বে নিজেদের মাঠে অনুশীলন করছে। এ বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। আমাদের ওই নির্দিষ্ট দলের সুযোগসুবিধা। ওই যে বললাম না, অরগানাইজ সঠিক পন্থায় করতে হবে। তখন হয়তোবা এটা হবে। আপনি খালি চোখে যে কেউ এসে দেখে যে, একই মাঠে সবকিছু হচ্ছে, অনুশীলন হচ্ছে। এটা হযবরল ব্যাপার, এটা বলতে পারে। কিন্তু দিন শেষে খেলার মাঠে খেলা কিন্তু খেলা মতোই হয়। একটা টুর্নামেন্টের সৌন্দর্য আছে, শুরুর দিকে একটা হাইপ তোলার ব্যাপার আছে, এ জিনিসটা হয় তো আমরা শুরু থেকেই পারিনি, এটা সত্য।’

মাশরাফি আরও বলেন, ‘আমি তো এটা বললাম, কাজ না করলে তো বোঝা যাবে না। এটা তো দীর্ঘ সময়ের একটা কাজের ব্যাপার। মার্কেট ভ্যালু কতটুকু, আপনার দলের কাছে স্পন্সরশিপ কতটুকু আসতে চাচ্ছে, এগুলোতো দীর্ঘ সময়ের ব্যাপার। একটা দল যখন জানে যে, আমি এই দলটার মালিক, আমি পরবর্তী ১০ বছর–৭ বছর এটার মালিক। তখন সে দুই বছর লস করতে পারে। ঠিক আছে, আমি আমার দলকে নিয়ে কাজ করবো, মার্কেটে প্রমোট করবো, ডিসিপ্লিন ওয়েতে, তখন কিন্তু তার যে ২ বছরে প্রফিটে সে চলে যাবে। এটা তো ফ্র্যাঞ্চাইজিদের জন্য ব্যবসা। বিজনেসে যদি আপনি প্রফিট না করেন ঠিক আছে, লস হয়ে গেলে তো সমস্যা। ফ্র্যাঞ্চাইজিগুলো এজন্য দীর্ঘ সময় স্থায়ী হতে পারছে না। তবে যদি এটি প্রোপার অরগানাইজ করে করা হয়, যেটা সাকিব বলেছে, আমার কাছেও মনে হয়, অন্তত ৭, ৫ বা ১০ বছর যেটার যে মালিক, তাদের সঙ্গে টিম করা। নির্দিষ্ট তারিখে করা। তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব।’

এখন পর্যন্ত আটটি আসর অনুষ্ঠিত হয়েছে। এবার বসছে নভম আসর। টুর্নামেন্টের সমস্যাগুলোর সমাধান হবে আশা মাশরাফির, ‘এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে যখন ক্রিকেট বোর্ড চিন্তা করে। এগুলোয় কিন্তু বড় আকার ধারণ করে। এগুলো যদি পরিবর্তন করে, তাহলে তো পরিবর্তন হবেই। পরিবর্তন না হওয়ার তো কোনো কারণ নেই। এমনও না যে, আমাদের মাঠ নেই। ফতুল্লা পড়ে আছে, আরও কিছু মাঠ পড়ে আছে। বাইরেও আছে। এগুলো যদি একটু অরগানাইজ করা যায় খারাপ হয় না।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত