ঘূর্ণিঝড়ের কারণে রেড অ্যালার্ট যুক্তরাজ্যে
ঘূর্ণিঝড় ইউনিস ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে প্রভাব ফেলতে পারে। এই আশঙ্কা থেকে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে যুক্তরাজ্যের উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের দক্ষিণে শক্তিশালী ঝোড়োহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে এসব অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়ের প্রভাবে প্রাণহানি, ঘর-বাড়ি, গাছপালার ব্যাপক ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্নের আশঙ্কা করা হচ্ছে। সেজন্য আগেভাগেই যুক্তরাজ্যের উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার ওয়েলসের সব ট্রেন বাতিল করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া ইংল্যান্ড জুড়ে রয়েছে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাস্তা এবং ট্রেন লাইনের ক্ষতি হতে পারে। মানুষকে ভ্রমণ করতেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।
নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, ঝড় ইউনিসের প্রভাবে ঝোড়ো বাতাস, বিভিন্ন স্থানে ভারী তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত