রুশ প্যারাট্রুপারদের প্রতিহত করল ইউক্রেন

| আপডেট :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১  | প্রকাশিত :  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১

 

ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দাবি করেছে, রুশ সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে সামরিক বাহিনীর ওপর ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের অদূরের বরিসপিল বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার বিমান হামলা ঠেকানোর চেষ্টা করছে ইউক্রেনের বিমানবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্যারাট্রুপারদের (প্যারাশুটের সাহায্যে যারা বিমান থেকে নামেন) ইউক্রেনে অবতরণ করতে দেওয়া হয়নি। দেশটির দক্ষিণাঞ্চলের বন্দর শহর ওডেসাতে রুশ প্যারাট্রুপারদের অবতরণের ঘটনা সত্য নয় বলেও দাবি করা হয়েছে।

 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁর দেশে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো।
সূত্র : বিবিসি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত