দুমকিতে কলেজ শিক্ষিকাকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা, থানায় মামলা
জুবায়ের ইসলাম,দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকির এলএএম ইউনাইটেড মহিলা কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষিকা ও লেবুখালী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোসাঃ তাহের আলী রুমাকে অপহরণের চেষ্টা করে তার সাবেক স্বামী সাইফুল্লাহ জাহান মানিকসহ একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তাহেরা আলী রুমা কলেজ থেকে বাসায় ফেরার পথে লেবুখালী- বাউফল মহাসড়কের ইউনাইটেড মহিলা কলেজ গেটে আসলে আসামি সাইফুল্লা মানিক, তার ভাই আরিফুর রহমান, আল আমিন, মোমিন মৃধ্যা সহ আরো অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত একটি মাহিন্দ্রা যোগে এসে শিক্ষিকা তাহেরা আলী রুমাকে আঘাত করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাচ্ছিল।
মাহিন্দ্রাটি দুমকি থানা ব্রিজ এলাকা অতিক্রমকালে শিক্ষিকা তাহেরা আলীর ডাক চিৎকারে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন সহ এলাকার লোকজন মোটরসাইকেল নিয়ে মাহিন্দ্রাটি উপজেলার পরিষদের পশ্চিম পাশে আটকাতে সক্ষম হলে হাতাহাতি ও ধস্তাধস্তির মধ্য শিক্ষিকা তাহেরা আলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গিয়ে আশ্রয় নেয় এবং আসামিরা দৌড়ে পালিয়ে যায়। বর্তমানে শিক্ষিকা তাহেরা আলী রুমা দুমকি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, এব্যাপারে দুমকি থানায় একটি অপহরণ মামলা হয়েছে, মামলা নং ০৬, তারিখ -১২/০৩/২০২২ইং, আসামিদের গ্রেফতারের ধরার জন্য তৎপর রয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত