প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয় বললেন টাইগ্রেসদের অধিনায়ক
প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে নেমে তৃতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ (১৪ মার্চ) পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
এই জয়ের অনুভূতি জানাতে গিয়ে টাইগ্রেসদের অধিনায়ক জানালেন, তার জন্য এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।
হ্যামিলটনের সেডন পার্কে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৩৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২৫ রান তুলতে পারে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের ৬ষ্ঠ জয়, বিশ্বকাপের মঞ্চে এটি প্রথম। এই হারে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচে পরাজয়ের সঙ্গী হলো পাকিস্তান।
ম্যাচে বাংলাদেশি ব্যাটার ফারজানার অর্ধশতকের পাশাপাশি ওপেনার শারমীন ও অধিনায়ক জ্যোতির ব্যাটে ভর করে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় টাইগ্রেসরা। ফারজানা করেন ৭১ রান। শারমীন ও জ্যোতি করেন যথাক্রমে ৪৪ ও ৪৬ রান। শেষদিকে রুমানা ১৬, রিতুমণি ও সালমা করেন ১১ রান। পাকিস্তানীদের পক্ষে নাশরা সান্ধু ৪১ রানে নেন ৩ উইকেট।
জয়ের লক্ষ্য খেলতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারের ব্যাটে ভর করে সহজ জয়ের আশা দেখছিল পাকিস্তান। ওপেনাররা ৯১ রানের জুটি গড়ে টাইগ্রেসদের চাপেই রেখেছিল। তবে রুমানা নাহিদাকে ৪৩ রানে ফিরিয়ে টাইগ্রেসদের ম্যাচে ফেরান।
পরবর্তীতে সিদরার শতক ও বিসমাহ মারুফের ব্যাটে ভালোই জবাব দিলেও টাইগ্রেস বোলারদের অসাধারণ বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। বিসমাহ ৩১ রান করে ফেরেন। আর সিদরা শতক ছুঁয়ে ১০৪ রানে ফেরেন। এরপর ফাহিমা ৩টি, রুমানা ২টি করে উইকেট নিয়ে টাইগ্রেসদের জেতাতে সহায়তা করেন।
ম্যাচ জিতে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি নিজের অনুভূতি জানিয়ে বলেন, ‘আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। বিশ্বকাপে এটা আমাদের প্রথম জয়। আমরা আজ ইতিহাস গড়েছি।’
নিজেদের এই জয়ের ধারা পুরো বিশ্বকাপে বয়ে নেওয়ার আশা জানিয়ে জ্যোতি আরও বলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। জয়ের এই মোমেন্টামটি আমরা খুঁজছিলাম। আমরা বিশ্বাস করি আমরা ভালো দল এবং প্রতিনিয়ত উন্নতি করছি। আমরা পুরো টুর্নামেন্টজুড়ে জয়ের এই মোমেন্টাম ধরে রাখতে চাই।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত