‘যুদ্ধে কেউ জিততে পারবে না, শুধু ক্ষতিই হবে’
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় তিন সপ্তাহ হতে যাচ্ছে। দফায় দফায় দুপক্ষের আলোচনায় আসেনি কোনো ফলপ্রসু সমাধান। চলমান এই যুদ্ধে কেউই জিততে পারবে না। এই যুদ্ধ কেবল লোকসানের পাল্লাই ভারি করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আল জাজিরা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি ভয়াবহ। বিশ্বের চোখের সামনে দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে। বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। নারী ও শিশুসহ অগণিত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, রুশ বাহিনীর হামলার পর ইউক্রেনের রাস্তা, বিমানবন্দর এবং স্কুলগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অন্তত ২৪টি স্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে। লাখ লাখ মানুষ পানি বা বিদ্যুৎহীন। প্রতি ঘণ্টায় দুটি জিনিস ক্রমবর্ধমানভাবে স্পষ্ট হচ্ছে: প্রথমত, এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দ্বিতীয়ত, ফলাফল যাই হোক না কেন, এই যুদ্ধের কেউ জয়ী হবে না, শুধুমাত্র পরাজিতই হবে।
গুতেরেস বলেন, রাশিয়ার প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ আছে, এমন বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন তিনি। তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন গুতেরেস।
তবে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে গুতেরেস পুতিনের সঙ্গে কথা বলেননি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত