হিজাব ইস্যুতে রায় আজ, বেঙ্গালুরুতে এক সপ্তাহ জমায়েত নিষিদ্ধ

| আপডেট :  ১৫ মার্চ ২০২২, ০৮:২৪  | প্রকাশিত :  ১৫ মার্চ ২০২২, ০৮:২৪

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা যাবে কিনা সে বিষয়ে আজ আর কিছুক্ষণ পর রায় দেবেন কর্ণাটকের হাইকোর্ট। চলতি বছরের শুরুতে এই ইস্যুতে সরগরম হয়ে ওঠে ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্য। খবর এনডিটিভির।

এই রায়কে কেন্দ্র করে রাজ্য সরকার ‘শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে’ রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক সপ্তাহের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করেছে। ম্যাঙ্গালোরেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। উদুপি জেলা প্রশাসন আজ স্কুল ও কলেজগুলো ছুটি ঘোষণা করেছে।

উদুপির একদল শিক্ষার্থী রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হেডস্কার্ফ নিষিদ্ধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শিক্ষার্থীরা দাবি করেছিলেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানে হেডস্কার্ফ ব্যবহার নিষিদ্ধ করার কোনো আইন নেই।

তাদের যুক্তি ছিল, হিজাব সংবিধান দ্বারা প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধীনে সুরক্ষিত এবং জনশৃঙ্খলা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে এটি নিষিদ্ধ করা যেতে পারে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কোনো কলেজ উন্নয়ন কর্তৃপক্ষের নেই।

কর্ণাটক সরকার আদালতকে জানায় যে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা সাপেক্ষে যুক্তিসঙ্গত বিধিনিষেধ ছাড়া ভারতে হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে উদুপির একটি স্কুলের পাঁচ শিক্ষার্থী শিক্ষকদের অনুরোধ সত্ত্বেও হেডস্কার্ফ খুলতে অস্বীকৃতি জানায়। এরপরই এই ইস্যুতে সরগরম হয়ে ওঠে রাজ্য। এরপর আদালতের দ্বারস্থ হন ওই পাঁচ শিক্ষার্থী।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত