দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গৌরীপুরে সিপিবি’র পথসভা

| আপডেট :  ১৬ মার্চ ২০২২, ১২:৫৮  | প্রকাশিত :  ১৬ মার্চ ২০২২, ১০:৫৫

ময়মনসিংহ করেস পন্ডেন্ট: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার শ্যামগঞ্জ বাজার ও হাসনপুর চৌরাস্তা বাজারে পথসভা ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে এ পথসভা ও হাটসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শ্যামগঞ্জের মধ্যবাজার, রেলওয়ে ক্রসিং এবং সিধলা ইউনিয়নের হাসনপুর চৌরাস্তা বাজারের পথসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সিপিবি’র সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, কমরেড সাজেদা বেগম সাজু, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, শ্যামগঞ্জ শাখার সম্পাদক কমরেড মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরীপুর পৌর কমিটির সম্পাদক কমরেড ওবায়দুর রহমান প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য কমরেড নুরুজ্জামান, কমরেড সুশান্ত দেবনাথ খোকন, কমরেড রুকনুজ্জামান সোহেল, উপজেলা কমিটির সদস্য কমরেড আব্দুল লতিফ, সিধলা শাখার সম্পাদক কমরেড আবুল হাশিম, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গোক‚ল সূত্রধর মানিক, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, সহ-সভাপতি অর্ক দত্ত, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অর্পিতা কবির এ্যানিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স পথসভায় বলেন, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।

মূল্যবৃদ্ধির দাম কমানোর দাবীতে ২৮ মার্চ অর্ধদিবস হরতাল পালনের আহবান জানান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত