ময়মনসিংহে শপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলগালা
ময়মনসিংহ করেস পন্ডেন্ট : ময়মনসিংহে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে পর পর দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরই জেরে অবৈধভাবে গড়া উঠা একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলগালা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় মোয়াজ্জেম হোসেন স্বপনের অবৈধভাবে পরিচালিত শপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক খোরশিদুল আলম।
তিনি বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযান চালিয়ে শপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সিলগালা করেন।কেন্দ্রে থাকা চিকিৎসাধীন সাত রোগীকে অন্য নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সুত্র জানায়, গত ১৪ মার্চ সোমবার রাতে নগরীর সানকিপাড়া এলাকার প্রাপ্তি নামক একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফাঁসিতে ঝুলে একজন আত্মহত্যা করে। এর আগে গত ২ মার্চ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার শপথ নামের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পরে একজন আত্মহত্যা করে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত