বাউফলে নববধূর বিষপানে আত্মহত্যা, স্বামী আটক
পটুয়াখালী,প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মোসাঃ জান্নাতুল (১৮) ফেরদাউস নামে এক নববধূর বিষপানে মৃত্যুর ঘটনায় স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার রাত আটটায় নওমালা ইউনিয়নের বটকাজল গ্রাম এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, নওমালা গ্রামের শহিদুল ইসলাম মুন্সির ছেলে নজরুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের মোঃ সানু গাজীর মেয়ে জান্নাতের বিয়ে হয় প্রায় ছয় মাস আগে।
গত ২২ ফেব্রুয়ারী স্ত্রী জান্নাতুলকে নিয়ে শ্বশুর বাড়ী বেড়াতে যান নজরুল। গত মঙ্গললবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্বাশুড়ী মোসাঃ তাছলিমা বেগমের মুঠোফোনকে কেন্দ্র করে নজরুলের সঙ্গে কথা কাটাকাটি হয় স্ত্রী জান্নাতের। এ সময়ে নজরুলের শ্বাশুড়ী তাছলিমা বেগম বাড়ীতে ছিলেন না। পরে এসে জান্নাতুলকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান সে। অচেতন অবস্থায় উদ্ধার করে নওমালা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুলের মায়ের অভিযোগ, হাত-পা বেঁধে জোড়পূর্বক বিষ পান করিয়ে মেরে ফেলা হয়েছে জান্নাতুলকে।
নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার শ্বাশুড়ীর মুঠোফোন ধরাকে কেন্দ্র করে জান্নাতুলের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এ সময়ে জান্নাতুল আমর সাথে খুব খারাপ আচারণ করায় আমি আমার শ্বশুড়ের ঘর থেকে বের হয়ে অদুরে একটি দোকানে গিয়ে বসি। সেখান থেকে স্থানীয়রা আমাকে আটক করে মারধর করে। পরে শুনতে পাই আমার স্ত্রী জান্নাতুল বিষ পান করে আত্মহত্যা করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) আল মামুন বলেন, নববধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটা আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়না তদন্তের প্রতিবেদন না পেয়ে বলা যাবে না।
এ ঘটনায় জান্নাতুলের স্বামী নজরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত