যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ছুটিতে নয়টি বন্দুক হামলায় নিহত অন্তত ৮
যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ছুটির দিনে দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসময় দেশজুড়ে নয়টি বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন। শুক্রবার বিকেল থেকে রবিবার পর্যন্ত চালানো এসব হামলায় গুরুতর আহত আরও অন্তত ৬০ জন।
এরমধ্যে আরকানসাসে বন্দুক হামলায় ১ জন নিহত ও ২৭ জন আহতের ঘটনা ঘটেছে। লুইজিয়ানায় গুলিতে ৭ মাসের এক শিশু গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ভার্জিনিয়া, হাউসটন, ডালাসসহ আরও বেশ কয়েকটি শহরেও ঘটেছে বন্দুক হামলার ঘটনা।
হামলার হিসেব রাখা একটি প্রতিষ্ঠান জানিয়েছে, চলতি বছরই ১শ’ ৭টির বেশি এমন হামলা দেখেছেন মার্কিনিরা। পরিস্থিতি মোকাবিলায় বাইডেন প্রশাসন আরও জোরালো পদক্ষেপ নিলেও সাম্প্রতিক সময়ে সহিংসতার মাত্রা আরও বেড়েছে বলে জানিয়েছে সিএনএন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত