করোনায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত আবারও বাড়ল
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪ হাজার ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু ৬১ লাখ ২৭ হাজার ৪১৮ জন। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ২৫৯ জন। এতে করে করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৫৫২ জন।
গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৮ হাজার ৯৮৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ১ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) এ তথ্য জানা গেছে।
মৃত্যু গত একদিনে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ৯৩৯ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ২৮ হাজার ৪১৭ জন।
ব্রাজিলে ৪১ হাজার ৮৩৮ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৪১০ জনের। এ নিয়ে ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬ লাখ ৫৭ হাজার ৭৭৩ এবং ২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে- ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালি
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত